সুস্বাস্থ্যের পথে আপনার পাশে

আমেরিকান হেলথ অ্যান্ড ​ওয়েলনেস সেন্টার

আমাদের ঠিকানা
হক প্লাজা, গুলশান - ০১
কল করুন
+8801313 -717272
মেসেজ পাঠান
info@backinmotionbd.com
কাজের সময়সূচি
বৃহঃস্পতি - মঙ্গলঃ সকাল ১০টা -রাত ৯টা

আমাদের দৃষ্টিভঙ্গি

ব্যাক ইন মোশন সম্পূর্ণ আমেরিকান পদ্ধতিতে ঢাকায় স্থাপিত ফিজিওথেরাপি ক্লিনিক। আধুনিক চিকিৎসা সামগ্রীতে সাজানো আকর্ষণীয় পরিবেশে ঢাকার গুলশান এক-এ ব্যাক ইন মোশন ফিজিওথেরাপি সেন্টারটি অবস্থিত। এখানে প্রতি রোগীর জন্য থাকছে সম্পূর্ণ কাস্টমাইজড বা ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি। প্রত্যেক রোগীকে আলাদা ভাবে রোগের ইতিহাস ও সমস্যার বিবরণ শুনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়। আমাদের ধারাবাহিক ও সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করে। আমাদের সহকর্মীগণ যার যার ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ।

আমাদের লক্ষ্য

আমাদের সহকর্মীগণ চিকিৎসায় একটি সমন্বিত পদ্ধতি অবলম্বন করেন যার মাধ্যমে রোগীর একটি সার্বিক পরীক্ষার চিত্র সামনে চলে আসে। এর মধ্য দিয়ে রোগীর অঙ্গবিন্যাস, নরম টিসু, শারীরিক অকার্যকারিতা, নমনীয়তা এবং শক্তির ঘাটতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।এসব কারণ শরীরকে অকার্যকর করার পাশাপাশি ব্যথার জন্ম দেয়। রোগ নির্ণয়ের পর আধুনিক আমেরিকান পদ্ধতিতে ম্যানুয়াল থেরাপি প্রয়োগ করে পেশীর সম্প্রসারণ, স্থিতিশীলতা ও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়।রোগ নিরাময়ের জন্য কিনিজিও ট্যাপিং, ইয়োগা, পিলাটিস পদ্ধতিও এই সমন্বিত ব্যবস্থায় প্রয়োজন মতো ব্যবহার করা হয়। শুধু সেন্টারেই চিকিৎসা দেয়া নয়, রোগীকে তার সমস্যা সম্পর্কে পুরোপুরি ধারণা দেয়া হয় এবং এ বিষয়ে করণীয় জানিয়ে দেয়া হয়। বাড়িতে বসেও যেন তারা ব্যায়াম করতে পারেন তার দিক নির্দেশনা দেয়া হয়। প্রত্যেক রোগীকে আলাদা ভাবে পরামর্শ দেয়া হয় তার উপযোগী করে। রোগীর দ্রুত উপশম এবং তিনি যেন সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

এর পাশাপাশি আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো ম্যানুয়াল থেরাপি।আধুনিক ও সর্বশেষ টেকনোলজির সমন্বয় ঘটানো হয়েছে এখানে। সেবাগ্রহণকারীদের আমরা ইলেকট্রোথেরাপি, লেজার থেরাপি, আলট্রাসাউন্ড, ইএমজি এবং শারীরিক অবস্থা ও ওজনের ওপর ভিত্তি করে ট্রেডমিল প্রশিক্ষণ এবং নিওরোলজিকাল বা স্নায়ুরোগে ভোগা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

আমাদের চিকিৎসা দর্শন

ব্যাক ইন মোশনের বিশেষত্ব এর ম্যানুয়াল থেরাপি পদ্ধতি। আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান নির্ভর ও অস্টিওপ্যাথিক ম্যানুয়াল পদ্ধতির আধুনিক সকল বিষয় অনুসরণ করা হয় এখানে।আমাদের কাজের ধরন এই দর্শনের মাধ্যমে প্রভাবিত। ম্যানুয়াল পদ্ধতিতে সমস্যা নির্ণয় এবং চিকিৎসার মধ্যে আছে নরম টিসু মাসাজ, মাংসপেশীর জড়তা কাটানো, হাঁড়ের জোড়ার জটিলতা দূর করা, ব্যথা দূর করা এবং হাঁড় ও মাংসপেশীর সমন্বিত কার্যক্ষমতা ফিরিয়ে আনা। এতে রোগ উপশমের মাধ্যমে শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হয়। আমাদের বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থায় তীব্র ও দীর্ঘমেয়াদী ব্যথা খুঁজে বের করা এবং দূর করার সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা শুধু হাঁড় ও মাংসপেশীর সাময়িক ব্যথা দূরের কাজ করি না, এখানে ব্যথার পাশাপাশি ব্যথার কারণও দূর করা হয়।

ব্যাক ইন মোশনে সেবাগ্রহণ করতে আসা সবাইকে পৃথক এবং যার জন্য যে উপশম পদ্ধতি কার্যকর সেটি প্রয়োগ করা হয়। এতে করে প্রত্যেকের চিকিৎসাই হয়ে ওঠে ইউনিক বা অনন্য। কেননা এখানে প্রতিটি রোগীর নিজস্ব সুবিধা অসুবিধার দিকেই সবচেয়ে বেশি লক্ষ্য রাখা হয়।

image-divider

আমাদের প্রধান থেরাপিস্ট

ডা. মো. আবদুল্রাহ ইউসুফ, ডিও

ডা. মো. আবদুল্রাহ ইউসুফ, ডিও

অস্টিওপ্যাথিক মেডিসিনের ডাক্তার, ইউ এস এ

আমেরিকার নিউ ইয়র্ক কলেজ অফ অস্টিওপ্যাথিক মেডিসিন থেকে মেডিকেল ডিগ্রি লাভ করেন ডা. মো. আবদুল্রাহ ইউসুফ। নিউ ইয়র্কের ব্রনক্স এলাকায় অবস্থিত সেন্ট বারনাবাস হসপিটাল থেকে রেসিডেন্সি ট্রেনিং সম্পন্ন করেন। ফ্যামিলি মেডিসিন এবং অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্টের ওপর তিনি একজন বোর্ড সার্টিফায়েড চিকিৎসক। একই সঙ্গে ডা. মো. আবদুল্রাহ ইউসুফ ক্রেনিয়েল অস্টিওপ্যাথির ওপর প্রশিক্ষণ নিয়েছেন দি অস্টিওপ্যাথিক ক্রেনিয়েল একাডেমি এবং সাদারল্যান্ড ক্রেনিয়েল টিচিং ফাউন্ডেশন (এসসিটিএফ) থেকে।

আরো জানুন
ড. তাজিয়া সরদার, ডিপিটি

ড. তাজিয়া সরদার, ডিপিটি

ফিজিক্যাল থেরাপির ওপর ডক্টরেট ডিগ্রিধারী, ইউএসএ

ড. তাজিয়া সরদার নিউ ইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে ফিজিক্যাল থেরাপির ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এর আগে একই ইউনিভার্সিটির হেলথ সায়েন্স বিভাগ থেকে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। সেখানে তিনি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা নিয়ে গভীর অধ্যয়ন করেন।

আরো জানুন