সুস্বাস্থ্যের পথে আপনার পাশে

আমেরিকান হেলথ অ্যান্ড ​ওয়েলনেস সেন্টার

আমাদের ঠিকানা
হক প্লাজা, গুলশান - ০১
কল করুন
+8801313 -717272
মেসেজ পাঠান
info@backinmotionbd.com
কাজের সময়সূচি
বৃহঃস্পতি - মঙ্গলঃ সকাল ১০টা -রাত ৯টা

আমেরিকার নিউ ইয়র্ক কলেজ অফ অস্টিওপ্যাথিক মেডিসিন থেকে মেডিকেল ডিগ্রি লাভ করেন ডা. মো. আবদুল্রাহ ইউসুফ। নিউ ইয়র্কের ব্রনক্স এলাকায় অবস্থিত সেন্ট বারনাবাস হসপিটাল থেকে রেসিডেন্সি ট্রেনিং সম্পন্ন করেন। ফ্যামিলি মেডিসিন এবং অস্টিওপ্যাথিক ম্যানিপুলেটিভ ট্রিটমেন্টের ওপর তিনি একজন বোর্ড সার্টিফায়েড চিকিৎসক। একই সঙ্গে ডা. মো. আবদুল্রাহ ইউসুফ ক্রেনিয়েল অস্টিওপ্যাথির ওপর প্রশিক্ষণ নিয়েছেন দি অস্টিওপ্যাথিক ক্রেনিয়েল একাডেমি এবং সাদারল্যান্ড ক্রেনিয়েল টিচিং ফাউন্ডেশন (এসসিটিএফ) থেকে।

ডা. ইউসুফ আমেরিকান কলেজ অফ অস্টিওপ্যাথিক ফ্যামিলি ফিজিশিয়ানস (এসিওএফপি), আমেরিকান একাডেমি অফ অস্টিওপ্যাথি (এএও), আমেরিকান অস্টিওপ্যাথিক অ্যাসোসিয়েশন (এএও) এবং দি ক্রেনিয়েল একাডেমির সদস্য।

ডা. ইউসুফ শিশু থেকে বয়োবৃদ্ধ সব বয়সী রোগীদের সেবা দিয়ে থাকেন।বেশির ভাগ ক্ষেত্রেই রোগীরা ব্যথার অভিযোগ নিয়ে আসেন। তাদের অনেকেরই মাথা ব্যথা, যার মধ্যে মাইগ্রেন এবং চোয়ালের কারণে মাথা ব্যথা থাকে। ঘাড় এবং পিঠে ব্যথা একটি বড় অংশের সমস্যা। হাত ও পায়ের কারপাল টানেল সিনড্রোম, কারো বা হাঁটু ও নিতম্বের ব্যথা ইত্যাদি থাকে। এই ব্যথাগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। কখনো স্পোর্টস ইনজুরি, সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো আঘাতজনিত কারণেও ব্যথা হতে পারে। অস্টিপ্যাথিক কেয়ার এই সকল সমস্যার উপশমে সফল ভাবে কাজ করে। এই পদ্ধতি আরো অনেক রোগের জন্য উপকারী। এর মধ্যে প্রধান হলো হাঁপানি, প্রদাহ, হজম সমস্যা ও এর কারণে বুকে ব্যথা, ঘুমের সমস্যা, বহুদিনের অবসাদজনিত জটিলতা, বাতরোগ ইত্যাদি। অস্টিওপ্যাথি শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পদ্ধতি। বিশেষ করে জন্ম জটিলতার পরবর্তী অবস্থায় তাদের সমস্যা দূর করা, গর্ভবতী ও চিকিৎসারতা নারী যারা ঔষধের আধিক্য তেকে দূরে থাকতে চান, প্রবীন ব্যক্তি যিনি স্বাভাবিক ও সহজ চিকিৎসার মাধ্যমে সমস্যার উপশম চান। অস্টিওপ্যাথি একটি সার্বিক পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এটি শরীরকে তার নিয়মিত কার্যক্রমে ফিরিয়ে আনতে কাজ করে। যার মাধ্যমে অস্টিওপ্যাথিক ম্যানিপুলেশন স্বাস্থ্যসেবার একটি বড় অংশ জুড়ে কাজ করতে পারে।

 

সিটিএমডি, ওয়াক ইন আর্জেন্ট কেয়ার

সেপ্টেম্বর ২০১৬- জুন ২০২০

সিটিএমডি নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় আর্জেন্ট কেয়ার প্রদানকারী প্রতিষ্ঠান। ২০১০ সালে এটি প্রতিষ্ঠিত হয়।  বর্তমানে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ওয়েস্টচেস্টার, রকল্যান্ড এবং নিউ জার্সিতে এই  সেবাদানকারী প্রতিষ্ঠানের ১২০টি সেবাকেন্দ্র আছে। ডা. মো. আবদুল্রাহ ইউসুফ একজন আর্জেন্ট কেয়ার চিকিৎসক হিসেবে সাতজনের একটি টিমের তত্বাবধান করেছেন এবং বিভিন্ন বয়সের অসংখ্য রোগীর বিভিন্ন আঘাতজনিত সমস্যা ও অসুস্থতা নিরাময়ে কাজ করেছেন।

 

সেন্ট বারনাবাস হসপিটাল, ব্রনক্স, নিউ ইয়র্ক

জুন ২০১৪- ডিসেম্বর ২০১৮

সেন্ট বারনাবাস হসপিটালটি ৪৬১ বেড়ের ব্যথা উপশমের অ্যাকিউট কেয়ার কমিউনিটি হসপিটাল। লেভেল ওয়ান ট্রমা সেন্টার। এটির বড় বৈশিষ্ট হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা। বছরে গড়ে পাঁচ লাখ বর্হিবিভাগের রোগীকে সেবা দেয় এই প্রতিষ্ঠান। ডা. মো. আবদুল্রাহ ইউসুফ একজন রেপিড কেয়ার অ্যাটেনডিং চিকিৎসক হিসেবে প্যাডিয়েট্রিক রোগী ও পরিণত বয়সীদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ইউনিয়ন কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে মেডিকেল শিক্ষার্থী ও আবাসিক চিকিৎসকদের তত্বাবধান করেন।

 

নর্থওয়েল হেলথ- রেগো পার্ক অ্যান্ড বেথপেজ, নিউ ইয়র্ক

মার্চ ২০১৬- ডিসেম্বর ২০১৬

নর্থওয়েল হেলথ আগে পরিচিতি ছিল নর্থ শোর –এলআইজে হেলথ সিস্টেম নামে। নিউ ইয়র্ক স্টেটে এটি অন্যতম বড় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে পরিচিতি। ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়, এর অধীনে ২১টি হসপিটাল আছে।এর দি ফাইনস্টিন ইন্সটিটিউট ফর মেডিকেল রিসার্চসহ রিহ্যাবিলিটেশন, দক্ষ নার্সিং সুবিধা, হোম কেয়ার নেটওয়ার্ক, হসপিস নেটওয়ার্ক এবং প্রগ্রেসিভ কেয়ার সেন্টার নানা ভাবে বর্হিবিভাগের রোগীদের সহায়তা দিয়ে এসেছে। নিউ ইয়র্কের মেট্রোপলিটান এলাকায় প্রায় আশি লাখ মানুষ এর সেবা কার্যক্রমের আওয়তায় আছে। ডা. মো. আবদুল্রাহ ইউসুফ একজন আর্জেন্ট কেয়ার অ্যাটেনডিং ফিজিশিয়ান হিসেবে পরিণত বয়সী ও প্যাডিয়েট্রিক রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেন। একই সঙ্গে তিনি রেগো পার্ক অ্যান্ড বেথপেজ আর্জেন্ট কেয়ার সেন্টারে চারজনের একটি টিম তত্বাবধান করতেন।