ব্যাক ইন মোশন পেশেন্ট এডুকেশন বা রোগ সম্পর্কে রোগীকে প্রকৃত ধারণা দেয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের সেমিনার ও অন্যান্য মাধ্যমে দেয়া তথ্যগুলোতে রোগীর স্বাস্থ্য ও সার্বিক সুস্থতা সম্পর্কে ধারণা দেয়া হয়। সাধারণ যে কোনো ব্যক্তি যেন তা উপলব্ধি করে জীবনমানের উন্নতি করতে পারেন সেজন্য সবেচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। সেমিনারগুলো সাজানো হয় সচেতনতা বৃদ্ধি, তথ্য দেয়া এবং ইতিবাচক জীবনযাত্রা তৈরি করার দিক নির্দেশনামূলক ভাবে।
যে তথ্যগুলো আপনার জানা প্রয়োজন
ব্যাক ইন মোশন বিশ্বাস করে যে নিজের স্বাস্থ্য ও রোগ সম্পর্কে বিস্তারিত জানা আপনার অধিকার। সেবাগ্রহণকারীদের তাদের স্বাস্থ্য সম্পর্কে জানাতে এবং প্রয়োজনীয় ও সর্বশেষ তথ্য দিতে আমরা বদ্ধ পরিকর। শরীর ভালো রাখার দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতেও আমরা আপনাদের সহায়তা করি।
যারা আরো বেশি জানতে আগ্রহী তারা আমাদের নিয়মিত সেমিনারগুরোতে অংশ নিয়ে স্বাস্থ্য ও নিরাময় সম্পর্কে আধুনিক তথ্য পেতে পারেন। এছাড়াও নানা ভাবে আমরা তথ্য দিয়ে থাকি।
এখানে যা জানতে পারবেন:
১. ফিজিওথেরাপি কী এবং ব্যথামুক্ত জীবনে তা কীভাবে আমাদের সাহায্য করে।
২. অস্টিওপেথিক মেডিসিন কী এবং কীভাবে তা প্রতিদিনের জীবনে স্বাস্থ্যের উন্নতি করতে পারে।
৩. ডায়াবেটিস নিয়ে আমাদের সেমিনারগুলোতে ডায়াবেটিস সম্পর্কে নানা তথ্য এবং প্রচলিত ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসার পথ বলে দেয়া হয়।
৪. প্রতিদিনের জীবন থেকে চাপ ও উদ্বেগ কমানোর জন্য মেডিটেশন এবং দমচর্চার অভ্যাস গড়ে তোলা।
৫. আপনার নিজের শরীরের অসুস্থতার মূল কারণগুলো জানতে পারবেন। এসব বিষয় খুব সহজবোধ্য করে আপনাদের সামনে তুলে ধরা হয়।